Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুর ভাষা ‘মাস্তানের ভাষার চেয়েও খারাপ’ -হাইকোর্ট

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:৫১ পিএম

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরুর অকথ্য ভাষায় গালিগালাজ দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। অধিকন্তু তাকে রঙহেডেড বলে উল্লেখ করে
ওই ব্যবহার 'মাস্তানের ভাষার চেয়েও খারাপ' বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।

রোববার (২৪ জুলাই) দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি আদালতের নজরে আনলে এ মন্তব্য করেন আদালত।

হাইকোর্ট বলেন, একজন 'রং হেডেড' মানুষ শুধু এরকম গালিগালাজ করতে পারে। ইউএনও যে ভাষা ব্যবহার করেছে তা মাস্তানের ভাষার চেয়েও খারাপ। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন আদালত।

উল্লেখ্য, টেকনাফে মুজিববর্ষ উপলক্ষে উপহারের ঘর নিয়ে সংবাদের সূত্র ধরে সাইদুল ফরহাদ নামের একজন সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু। এমনকি তুই তোকারিসহ সাংবাদিকের জাত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রায় চার মিনিটের অডিও রেকর্ডটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। একজন সরকারি কর্মকর্তার এমন অশ্রাব্য
ব্যবহার শুনে হতভম্ব সব শ্রেণি পেশার মানুষ। ক্ষুব্ধ হয়েছে স্থানীয় সংবাদকর্মীরা। তারা এর সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা দাবি করে অডিও রেকর্ডটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রতিবাদ জানিয়ে পৃথক স্ট্যাটাস লিখেছেন, বিভিন্নজন স্ট্যাটাসে কমেন্টও করেছেন।
এতে ইউএনওর শাস্তি দাবী করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ও দাবী উঠে।
এর প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ বিষয়টি একপ্রকার সুরাহা করেছেন বলে জানা গেছে। এতে ওই ইউএনও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
কিন্তু শেষ হচ্ছেনা বিষয়টি। আজ একজন আইনজীবী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলে হাইকোর্ট উপরোক্ত মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ