রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের ১৩ মাসের বকেয়া বিল আদায়ে ব্যর্থ হয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দিল পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় পিডিবির ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কু-ু ওই লাইন বিচ্ছিন্ন করেন। পিডিবি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌর সদরের পাগলা বাজারে অবস্থিত ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ঈশ্বরগঞ্জ সাব-জোনাল অফিস গত ১৩ মাসে ৫৬ হাজার ৬৭৪ টাকা বকেয়া আদায়ে বার বার নোটিশের পরও পিডিবির বিল পরিশোধ করেনি। বকেয়া আদায়ে পিডিবির ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে চাপ বাড়তে থাকায় গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ওই সময় পল্লী বিদ্যুতের একাধিক গ্রাহক সমালোচনা করে বলেন, গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নের পূর্বে তারা যেন নিজেরা সংশোধন হয়। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ঈশ্বরগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম গোলজার হোসেন বিষয়টি অস্বীকার করেই মোবাইলের সংযোগটি কেটে দেন। পিবিডির ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কু-ু জানান, দীর্ঘ ১৩ মাস ধরে অফিসটির বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। বিল পরিশোধ হলে সংযোগটি দিয়ে দেয়া হবে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ অফিস-৩ এর জেনারেল ম্যানেজার যুবরাজ সিং পাল জানান, বিষয়টি শুনে তিনি আশ্চর্য হয়েছেন। অফিসের বিল এভাবে বকেয়া থাকার কথা নয়। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।