Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে চোরাচালানিরা নষ্ট করছে কৃষকের স্বপ্নের ফসল

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাটের ২০ ব্যাটালিয়নের অধীন পাঁচবিবির বিভিন্ন সীমান্তে চোরাচালান বৃদ্ধি পাওয়ায় চোরাচালানিদের পদচারণায় পিষ্ট হয়ে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের  আলুসহ বিভিন্ন রকমের ফসল। একাধিক সূত্রে জানা গেছে, পাঁচবিবির কয়া হাটখোলা, আটাপাড়া সীমান্ত দিয়ে বিজিবির কতিপয় অসাধু সদস্য, লাইনম্যান ও স্থানীয় প্রভাবশালীদের সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভারত সীমান্তে প্রবেশ করে যে যার সাধ্যমত ভারতীয় শাড়ি, পটকা, থ্রি পিস, স্টিলসামগ্রী, নি¤œমানের খোলা ও প্যাকেটজাত লবণ, জিরা, বিভিন্ন প্রকারের মাদক। সূত্রে আরো জানা যায়, বেশ কয়েকদিন সীমান্ত পয়েন্টগুলো বন্ধ থাকলেও সম্প্রতি ২/৩ দিন থেকে চোরাচালান বাণিজ্য দু’দেশের রাঘব-বোয়ালদের যোগসাজশে ব্যবসা আরো বৃদ্ধি পেয়েছে। ফলে রাঘব-বোয়ালদের পাশাপাশি নারী-পুরুষ, শিশু-কিশোর ও হিজড়াদের পদচারণায় মুখরিত থাকছে সীমান্ত পয়েন্ট। এদিকে কয়া ও আটাপাড়া সীমান্তে পূর্ব ও দক্ষিণে গঙ্গাপ্রসাদ মাঠটি এখন মাদক পাচারকারীসহ বিভিন্ন চোরাচালানিদের নিরাপদ রুট হওয়ায় প্রতি রাতে এই মাঠ দিয়ে ভারতীয় পণ্য পাচার করায় তাদের পদপিষ্টে কৃষকের লাগানো কষ্টার্জিত ফসল তছরুফ হয়ে যাচ্ছে বলে কৃষকরা অভিযোগ করেন। যা কৃষকের জন্য মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। এব্যাপারে ৮ই নভেম্বর সকালে চোরাচালান বৃদ্ধি ও কৃষকের ফসলি ক্ষেত নষ্ট হওয়ার বিষয়ে আটাপাড়া বিওপির সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে তারা কিছুই জানে না বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ