Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার জেলায় শিক্ষার্থীসহ নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

সড়কে গতকাল চট্টগ্রাম, টঙ্গীতে স্কুল ও কলেজছাত্রী নিহত হয়েছেন। এছাড়া বগুড়াতে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘষে দুই পলিটেকনিক শিক্ষার্থী এবং পটুয়াখালীতে বাসের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :

চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীতে লরির ধাক্কায় চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার বাবা। চোখের সামনে আদরের কন্যার এমন মৃত্যুতে চলন্ত গাড়ির নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে তিন নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা জাহান সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর গ্রামের মো. ফারুকের মেয়ে। তিনি নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ জানায়, কলেজ থেকে মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন বাবা। বিএসআরএম কারখানার লোহার রডবোঝাই একটি লরি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মেয়েটি ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে ওই লরি তাকে পিষ্ট করে চলে যায়।

বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল দুপুরে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাছের ছেলে তানভীর হোসেন। এই ঘটনায় সানি নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া সরকারি পলিটেকনিক এর ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

টঙ্গী জেলা সংবাদদাতা জানান, টঙ্গীতে স্কুলে যাওয়ার পথে বাস চাপায় ফাতেমা হক নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বনমালা রোডে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা হক গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়ার এলাকার শামসুল হকের মেয়ে। ফাতেমা দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী। টঙ্গী থানার এস আই ইয়াসিন আরাফাত জানান, ফাতেমার মা রিতা ও শামসুল হক দুজনই দুবাই প্রবাসী। সে ফুফু শাহানাজ বেগমের সাথে থাকতো। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ফুফুর সাথে অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল। তাদের বহনকারী অটোরিকশাটি টঙ্গীর দত্তপাড়া সিরাজ উদ্দিন সরকার সড়কের বনমালা টেকপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে কোহিনুর কেমিক্যাল লিমিটেড এর স্টাফ বাস ধাক্কা দিলে ফাতেমা অটোরিকশা থেকে রাস্তায় পড়ে যায়। পরে বাসের সামনের চাকায় ফাতেমার মাথা থেঁতলে গেলে ঘটনাস্থলেই নিহত হন।

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, কলাপাড়ায় বাসের চাপায় পিষ্ট হয়ে মো. রানা নামে এক হেলপারের মৃত্যু হয়েছে গতকাল সকাল সারে আটটার দিকে নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় বাসস্ট্যান্ডে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রানা ঢাকার মিরপুর এলাকার আমাজাদ মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ