Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় জমি ক্রয় বিক্রয় ও স্থাপনা নির্মাণে পারমিশন জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ৫:৪৯ পিএম

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় জমি ক্রয় বিক্রয় ও স্থাপনা নির্মাণে কর্তৃপক্ষের পারমিশন জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকাল ১০টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার লাতাচাপলী, গঙ্গামতি, চরচাপলী, কাউয়াচর ও সমুদ্র বন্দ্রর এলাকার ১১টি সহ ১৫ মৌজার ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী জনগণ এ কর্মসূচির আয়োজন করেন। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আ. বাকেক মোল্লা। এছাড়া কলাপাড়া ও কুয়াকাটার পৌর কাউন্সিলর, বিনিয়োগকারী, কলাপাড়া দলিল লেখক সমিতির সদস্যরা, আবাসন কোম্পানী ও জমির মালিকসহ পাঁচ শতাধিক মানুষ এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

বক্তারা পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও পায়রা সমুদ্র বন্দর নির্মাণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দীর্ঘ পাঁচবছরেও কোন সুরাহা না হওয়া এবং প্রকল্প এলাকার জমি ক্রয় বিক্রয় ও স্থাপনা নির্মাণে কর্তৃপক্ষের পারমিশন জটিলতা নিরসনের দাবি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ