Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্গাপুরে বাড়িতে হামলা ভাঙচুর : থানায় মামলা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

নেত্রকোনা জেলার দুর্গাপুরে সুমেশ্বরী নদীর বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকটি বাসা বাড়িতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। নিজাম উদ্দিন বাদী হয়ে সাইফুল, নূর নবীসহ ১৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে গত শুক্রবার দুর্গাপুর থানায় এই মামলা দায়ের করেন। স্থানীয় এলাকাবাসী, সরকার দলীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, সুমেশ্বরী নদীর বালু ব্যবসা নিয়ন্ত্রণ, পাথরের ব্যবসা নিয়ন্ত্রণ, ডায়ভার্সন রোড থেকে চাঁদা আদায় ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ নেতা, বালু ব্যবসায়ী, মেয়র মো. আলাউদ্দিন গ্রুপের সাথে দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকুঞ্জি গ্রুপের বিরোধ দেখা দেয়। সাদ্দাম আকুঞ্জির লোকজন দেশিয় অস্ত্র নিয়ে গত ১৭ এপ্রিল মহড়া দেয়ার পাশাপাশি ১নং বালু মহালে দেবথৈল নামক স্থানে ডায়ভার্সন রোড তৈরি করে বালু পরিবহনে প্রত্যেক ট্রাক থেকে তিনশ’ টাকা করে চাঁদাবাজি শুরু করায় বালু মহলের ইজারাদার মেয়র আলাউদ্দিনের ডান হাত হিসেবে পরিচিত ধনেশ পত্রনবীশ গত ১৯ এপ্রিল প্রতিকার দাবি করে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে ঈদের আগে সুমেশ্বরী নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত পাথর নিলামে বিক্রির দিন সাদ্দাম আকুঞ্জির লোকজন পৌর মেয়র আলাউদ্দিনের নাতি সাআদ ইবনে আলমকে (২১) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২১ জুলাই রাতে সাদ্দাম আকুঞ্জির লোকজন মেয়র আলাউদ্দিন গ্রুপের নিজাম উদ্দিনসহ চর মোক্তারপাড়া এলাকার বেশ কয়েকজনের বাড়িঘরে সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। প্রায়শই ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া, বাসা-বাড়িতে হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখমের ঘটনায় আইন শৃংখলার চরম অবনতি হয়েছে। পৌরবাসীর
মাঝে দেখা দিয়েছে এক ধরণের আতংক, জনমনে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ