Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শরিফের খুনিদের ফাঁসির দাবি

মধুখালীতে গ্রামবাসীর মনববন্ধন

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত মোহাম্মাদ নিমাই শেখের ছেলে ব্যবসায়ী শরিফ শেখের হত্যার প্রতিবাদে ও খুনিতের ফাঁসির দাবির গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারের সেতুর ওপর ঘণ্টাব্যাপি মানববন্ধনে শরিফ বাকাউলসহ খুনিদের ফাঁসির দাবি করে এবং সংহতি প্রকাশ করে বক্তব রাখেন রায়পুর ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আ. মতিন মন্নু, বাঙ্গাবাড়িয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, হাফেজ বুরহানউদ্দিন, রাসেল মুন্সী, সাবেক ইউপি সদস্য বদরুল ইসলাম স্বপন, মাজেদুল ইসলাম মজনু, নিহতের পরিবারের পক্ষে বড় ভাই বাবলু শেখ, মা কুলসুম বেগম, স্ত্রী মাহফুজা বেগম, ছেলে বায়জিদ শেখ ও মাহফুজ শেখ প্রমুখ। মানববন্ধন পরবর্তী একটি বিক্ষোভ মিছিল বাঙ্গাবাড়িয়া বাজার প্রদক্ষিণ করে মনববন্ধন স্থালে শেষ হয়।
উল্লেখ্য, শরিফ শেখ ও শরিফ বকাউল পরস্পর বন্ধু। গত ২৬ জুন গভীর রাতে শরিফ শেখকে শরিফ বকাউল ডেকে নিয়ে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করে মরিচ ক্ষেতের পাশে ফেলে যায়। শরিফ বকাউল বর্তমানের জেল হাজতে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ