Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনামূল্যে চক্ষু চিকিৎসা : ৪৮ জনের ছানী অপারেশন

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ঢাকাস্থ দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে চার শতাধিক চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ এবং ছানী অপারেশনের জন্য ৪৮ জন রোগীকে কুমিল্লার চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ ডাক্তারদের সার্বিক তত্তাবধানে গত শুক্রবার সকালে চক্ষু শিবির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান। এ সময় তিনি সমিতির সার্বিক কার্যক্রম তুলে ধরেন। জাহাপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ সওকত আহমেদের সভাপতিত্বে সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সমিতির প্রকাশনা সম্পাদক ফরিদ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন, নির্বাহী সদস্য ইয়াছিন মোল্লা, সাংবাদিক শামীম আহম্মেদ, ফয়জুল ইসলাম ফয়সাল ও সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য ইদ্রিস মিয়া, জহিরুল হক ও জসিম উদ্দিন রাসেল প্রমুখ।
উল্লেখ্য, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও উপকরণ বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত সমিতি ব্যাপক সুনাম অর্জন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ