Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত খুন মামলা : আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক অব্যাহত

নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ৪:৫৫ পিএম



নারায়ণগঞ্জের সাত খুনের দুইটি মামলায় আসামি পক্ষের আইনজীবীরা চতুর্থ দিনের মতো আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই যুক্তিতর্ক শুরু হয়েছে।

এরআগে এই মামলায় র‌্যাবের সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনসহ ১৮ আসামির যুক্তিতর্ক সম্পন্ন হয়।

র‌্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবী সুলতানুজ্জামান আজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করছেন।

সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ২৩ আসামীকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় পৃথক দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে বর্তমানে র‌্যাবের ৮ সদস্যসহ ১২ জন পলাতক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ