বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল কলারোয়া পৌর সভা কার্যালয় থেকে সাদা পোশাকধারী পুলিশ মেয়র আক্তারুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে। প্রতক্ষ্যদর্শী এক পৌর কর্মচারীরা জানায়, বেলা আনুমানিক পৌনে ১টার দিকে সাদা পোশাক পরা দুই ব্যক্তি পৌর কার্যালয়ে প্রবেশ করে কথা বলার জন্য বাইরে আসতে বলে। এসময় মেয়র তাদের পরিচয় জানতে চাইলে তারা কলারোয়া থানার পুলিশ বলে জানায়। মেয়র পৌর কার্যালয়ের বাইরে এলে সাদা পোশাকধারী পুলিশ জানায় কলারোয়া থানার ওসি তাকে থানায় নিয়ে যেতে বলেছে। মেয়র সাদা পোশাকের পুলিশের সংগে থানায় গেলে মেয়র আক্তারুল ইসলামকে আটক করা হয় বলে পৌরসভা সূত্রে জানা গেছে। এব্যাপারে কলারোয়া পুলিশ জানায়, নাশকতার মামলায় পৌর মেয়রকে আটক করা হয়েছে। তবে মেয়রের পারিবারিক সূত্র জানায়, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলার মামলাসহ সমস্ত মামলায় জামিন নিয়ে এসে নির্বাচন করে আক্তারুল ইসলাম দ্বিতীয়বারের মত কলারোয়া পৌর সভার মেয়র নির্বাচিত হয়েছেন। এরপরে মামলা হওয়ার মত আর কোন ঘটনা কলারোয়ায় সংঘটিত হয় নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।