Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চাঁদপুরে স্বামীহত্যায় স্ত্রী ও প্রেমিকের ফাঁসি

চাঁদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ৩:০৯ পিএম

চাঁদপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রী শিল্পী বেগম ও তার প্রেমিক কবির গাজীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া দুই আসামিকে ৭ বছর জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আজ সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর রশিদ এই রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ জুলাই চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে শিল্পী বেগম ও তার কথিত প্রেমিক কবির গাজী মিলে সৌদি প্রবাসী স্বামী কলমতর গাজীকে (৩৮) নিজ বসতঘরে হত্যা করেন। এরপর লাশটি বাড়ির গোসলখানার পাশে মাটি চাপা দিয়ে শিল্পী বেগম পরদিন থানায় স্বামী নিখোঁজের জিডি করেন। পুলিশ সেই জিডি’র সূত্র ধরে এলাকার মানুষের সহায়তায় কবির গাজীকে আটক করে। পরে কবির গাজীর স্বীকারোক্তি অনুযায়ী কলমতর গাজীর লাশ উদ্ধার এবং শিল্পী বেগমকেও গ্রেফতার করে।
এই হত্যা মামলার ঘটনায় ২০১৩ সালের ১১ জুলাই চাঁদপুর সদর মডেল থানার এসআই মানিক মিয়া দু’জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৭ এপ্রিল আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ২৪ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আজ সোমবার এই রায় প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ