বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের কচুয়ায় ধান ক্ষেত থেকে বিসম্বর রায় (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের পিপুলজুড়ি এলাকার ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সে মংলা উপজেলার চাপড়া গ্রামের নিলম্বর রায়ের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম মোল্লা বলেন, নিহত যুবকের মাথায় ও চোখে কোপের চিহ্ন রয়েছে। এছাড়া তার গলায় মাফলার পেচানো। লাশের পাশ থেকে একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে পরিকল্পিত ভাবে তাকে হত্যা লাশ ধানক্ষেতে ফেলে দেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান ওসি। তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।