Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বগুড়ায় ড. মুহম্মদ শহীদুল্লাহ’র (রহঃ) মৃত্যুবার্ষিকী পালন

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে গতকাল শুক্রবার সংস্থার মিলনায়তনে বগুড়া অঞ্চলে মুসলিম সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ একটি ঐতিহাসিক বিশ্লেষণ শীর্ষক সেমিনার ও দোয়ার মাধ্যমে সংস্থার প্রতিষ্ঠাতা ড.মুহম্মদ শহীদুল্লাহ (রহঃ)-এর মৃত্যু বার্ষিকী পালন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মো. ফজলুল বারী তালুকদার বেলাল।
স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক আলহাজ মো. আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও ইসলামিক স্টাডিজ গ্রুপের সভাপতি মো. জিয়াউল হক।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সহ সভাপতি মাসুম আলী বেগ ও বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সহ-সভাপতি মাও. মো. আব্দুল খালিক। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর এমরান জাহান।
পরিশেষে মোনাজাত পরিচালনা করেন বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাও. মো. আব্দুল কাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ