Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি : তদন্তে দুই কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১:২৭ পিএম

হাঙ্গেরির উদ্দেশে যাত্রা করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ক্রুটি ও জরুরি অবতরণের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় কমিটি দুটি করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার সদস্যের কমিটির প্রধান করা হয়েছে চিফ অব টেকনিক্যাল ফজল মাহমুদ চৌধুরীকে। কমিটির সদস্যরা হলেন, ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, প্রকৌশলী মো. হানিফ ও প্রকৌশলী নিরঞ্জন রায়। বিমানের ওই ফ্লাইটের কোন ক্ষেত্রে কারও কোন গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে কমিটি। ১লা ডিসেম্বরের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। বেসামরিক বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে অপর একটি কমিটি গঠনের কথা জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

গতকাল হাঙ্গেরির পথে যাত্রা করে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করে পরে একই বিমানে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হাঙ্গেরির বুদাপেস্ট পৌঁছান। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ বিমানটি বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ৫ মিনিটে বুদাপেস্টে পৌঁছায়। পানি সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বিমানের বিবিসি ১০১১ (বিজি১০১১) ফ্লাইটি ঢাকা ছাড়ে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ