Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় ঘর পেয়েছেন ২০ গৃহহীন পরিবার

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের আওতায় চট্টগ্রামের সাতকানিয়ায় আরও ২০টি পরিবার ঘর পেয়েছেন। গত বৃহস্পতিবার সকালে তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) দেশের ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরপ্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয়। অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। এসময় সাতকানিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান আনজুমান আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল, ওসি শফিক, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি মাহফুজ-উন-নবী খোকন, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডি সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ