বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী পৌর এলাকার উত্তর ফকিরপুর এলাকায় অভিযান চালিয়ে এলমান (২৫) ও সবুজ (২২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও ৮০পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উত্তর ফকিরপুর রশিদ কলোনি মতৃ মেডিসিনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উত্তর ফকিরপুর এলাকার আবুল খায়েরের ছেলে এলমান ও চর দরবেশ গ্রামের আবদুল মালেকের ছেলে সবুজ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ফকিরপুর রশিদ কলোনি মতৃ মেডিসিনের সামনে এস আই প্রমোজ চৌধুরীর নেতৃত্বে সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী এলমান ও তার সহযোগি সবুজকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও ৮০পিস ইয়াবা জব্দ করা হয়।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী এলমানের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ১৪টি মামলা রয়েছে, সবশেষ গত কয়েকদিন আগে সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তাকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে এলমান। সে ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সে। মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।