Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীর দূর্গাপুরে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন কার হ্যাকার গ্রেফতার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ৬:৪০ পিএম

রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে দুর্গাপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলরের কাছে ফোন করে সরকারি কাজ দেয়ার কথা বলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ” এর মাধ্যমে ২৮ হাজার টাকা হাতিয়ে নেয়া সেই হ্যাকার চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত হ্যাকারের নাম রাকিবুল ইসলাম। সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মহিষামুড়ি গ্রামের আলতাফ মাস্টারের ছেলে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন স্যারের নির্দেশে টিম রাজশাহী কাজ শুরু করে এবং লালমনিরহাট জেলার আদিতমারী ও কালিগঞ্জ এলাকায় কিছু ক্লু পাওয়া যায়। এরপর পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং “নগদ” এর লিগ্যাল উইং এর সহযোগিতায় হ্যাকারকে সনাক্ত করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোকতারুলের সহযোগিতা এবং কালিগঞ্জ থানার এএসআই সেলিমের কৃতিত্বে মোবাইল নম্বর ক্লোনকারী হ্যাকারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কৃতকর্মের কথা স্বীকার করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক রাকিবুলের নামে একই অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এলাকায় সে হ্যাকার হিসেবে পরিচিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ