Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুহৃদ ইন্ডাস্ট্রিজের সভা ও জিপিএইচ ইস্পাতের রাইট আবেদন কাল

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আগামীকাল ১৭ ফেব্রæয়ারি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে জানা গেছে, বৈঠকে কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ ছাড়া কাল ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ারের আবেদন। ১২ মে পর্যন্ত রাইট শেয়ারে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। রাইট শেয়ারের জন্য আগামী ৮ মার্চ রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ৮ মার্চে যেসব বিনিয়োগকারীর হাতে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল রাইট শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। গত ৯ ফেব্রæয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় জিপিএইচ ইস্পাতের আবেদনের পরিপ্রেক্ষিতে (৩:২) হারে অর্থাৎ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়। এর ফলে কোম্পানিটি ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের জন্য ৪ টাকা প্রিমিয়াম নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুহৃদ ইন্ডাস্ট্রিজের সভা ও জিপিএইচ ইস্পাতের রাইট আবেদন কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ