বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর চারঘাটে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপর জনকে খালাস প্রদান করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ ডিসেম্বর রাতে চারঘাটের শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে বৃদ্ধ মানসুর রহমানের বাড়িতে চুরি করতে যান একই এলাকার রোমান হোসেন সেতু। এ সময় তিনি বাঁধা দিলে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুবৃত্তরা।
হত্যার ঘটনায় পরদিন নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করলে আসামি রোমান হোসেন সেতু ও ইমনুল আকাওয়াদ শাওনকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করে। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট জমা দেয়। শুনানী, স্বাক্ষী, যুক্তিতর্ক শেষে আদালত সেতুকে মৃত্যুদণ্ড ও শাওনকে বেকসুর খালাস প্রদান করে। রায় ঘোষনকালে দণ্ডপ্রাপ্ত সেতু উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন খালাসপ্রাপ্ত শাওন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।