Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলের অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধের দাবি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ১২:০১ এএম

রেলের টিকিট কালোবাজারী, অনিয়ম, যাত্রী হয়রানির প্রতিবাদে এবং আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বুধবার জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁয়ের সচেতন নাগরিক ও ভুক্তভোগী ছাত্রীবৃন্দের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব ও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ মাসুদ, জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, কলামিস্ট ও সাংবাদিক আজমত রানা, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মনসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু। বক্তারা অবিলম্বে টিকিটের কালোবাজারী বন্ধ, রেলের অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধের আহবান জানান। এছাড়াও ঠাকুরগাঁও স্টেশনে টিকিট সংখ্যা বৃদ্ধিরও দাবি জানান। রেলের অব্যবস্থাপনা ও কালবাজারী বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেয়া হয় প্রতিবাদ সভায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ