বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে একদিনের কম ব্যবধানে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমেরঘাট এলাকায় মৃত ডলফিনটি ভেসে থাকতে দেখা যায়। পরে তা উদ্ধার করেন স্থানীয়রা। ডলফিনটি প্রায় ৭ ফুট দৈর্ঘ্য এবং ওজন ৬০ কেজি। ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ ও হালদা বিশেষজ্ঞ প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া।
এনিয়ে গত এক সপ্তাহে হালদা নদীতে তিনটি ডলফিনের মৃত্যু হলো। এর আগে গত ২০ জুলাই (বুধবার) সন্ধ্যায় একই এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল আরও একটি মরা ডলফিন। এরও আগে গহিরা হালদার শাখা খাল থেকে উদ্ধার হয়ছিল আরও একটি ডলফিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‹ধারণা করছি মাছ ধরার জালে আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটির ঠোটের নিচের অংশ কাটা এবং দাঁতগুলো ফেলে দেয়া হয়েছে। হয়তো গতকাল ডলফিনের মৃত্যু হয়েছে। পঁচে যাওয়ায় স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়›। তিনি আরও বলেন ‹এটি একটি হত্যাকাণ্ড। এর আগে গত ১৪ জুলাই ৩৬ তম মৃত ডলফিন ও গত বুধবার ৩৭তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বলেন, আরেকটি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা ডলফিনকে মাটি চাপা দিয়েছেন।
উল্লেখ্য, হালদা নদীতে মাছ ধরা, জাল ফেলা, বালু উত্তোলন এবং ড্রেজার চালানো নিষেধ রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে বালু উত্তোলনের ড্রেজার ও মাছ ধরে থাকে। যদিও আগের তুলনায় অনেকাংশে কমে গেছে সেটি। হালদা নদীতে ড্রেজারের ধাক্কা ও মাছ ধরার জালে আটকে বেশির ভাগ ডলফিনের মৃত্যু হয়ে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।