Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানি সচিবদের নিয়ে সিএসইর চার দিনব্যাপী কর্মশালা

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : কোম্পানি সচিবদের নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চার দিনব্যাপী কর্মশালা চলছে। রোববার এটি শুরু হয়। সচেতনতামূলক এই কর্মশালা উদ্বোধন করেন সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক। সিএসই জানিয়েছে, এ কর্মশালার উদ্দেশ্য হচ্ছে লিস্টিং রেগুলেশন-২০১৫, ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজার সম্পর্কে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সচিবদের বিস্তারিত ধারণা দেয়া ও সচেতনতা বৃদ্ধি করা। চার দিনের এ কর্মশালায় প্রথম দিনে ব্যাংক ও লিজিং এবং ফাইন্যান্স কোম্পানিগুলোর ৫১ জন, দ্বিতীয় দিনে লাইফ এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৪১ জন, তৃতীয় দিনে ফার্মাসিউটিক্যালস ও এনার্জি খাতের ৪৮ জন এবং শেষ দিনে বিবিধ, টেলিকম ও প্রকৌশল খাতের প্রায় ৩৯ জন কোম্পানি সচিব কর্মশালায় অংশ নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোম্পানি সচিবদের নিয়ে সিএসইর চার দিনব্যাপী কর্মশালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ