Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলি বা অপহরণের কোনো ঘটনা ঘটেনি বাগমারায় অবশেষে প্রকাশ্যে এলেন পিংকি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশম শ্রেণীতে পড়–য়া নূরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে জেসমিন আক্তার পিংকি অবশেষে প্রকাশ্যে এলেন। গতকাল রোববার সকাল ১১টার দিকে সরেজমিন নূরপুর গ্রামে পিংকির বাড়িতে গেলে সে সাংবাদিক পরিচয় পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় পিংকি তাকে নিয়ে যেসব মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে তার প্রতিবাদ করেন এবং মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার পৌরসভার নূরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে জেসমিন আক্তার পিংকির সাথে একই গ্রামের সোহেল রানার দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি প্রতিবেশীদের মাঝে জানাজানি হলে পিংকি একপর্যায়ে তাকে দ্রæত বিয়ে করার জন্য সোহেল রানার প্রতি চাপ প্রয়োগ করে। এরই প্রেক্ষিতে ২৫ নভেম্বর শুক্রবার পিংকি ও সোহেল রানা স্থানীয় জনপ্রতিনিধি তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালামের নিজ বাসভবন জামগ্রামে যায় এবং তারা উভয়ে উভয়কে বিয়ে করবে বলে মেয়রকে জানায়। পিংকি ও সোহেল রানার কোনো অভিভাবক সাথে না থাকায় মেয়র তাদের বসতে বলে উভয়েরই অভিভাবকের সাথে যোগাযোগ করে। একপর্যায়ে জানা যায়, পিংকি জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তার জন্মতারিখ দেয়া আছে ২০০১। যার কারণে পিংকির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় তাকে আইনগতভাবে বিয়ে দেয়া যাবে না বলে মেয়র জানালে পিংকি আত্মহত্যার হুমকি দেয়। একপর্যায়ে মেয়র আবুল কালাম আজাদ বাগমারা থানার ওসি ও পিংকির বাবা আব্দুল জব্বারকে তার বাসভবনে ডেকে নিয়ে এসে ওসির উপস্থিতিতে পিংকিকে তার বাবার হাতে তুলে দেয়া হয়। এছাড়াও পিংকিকে এ-ও জানানো হয় যে, বয়স ১৮ বছর পূর্ণ হলে সোহেল রানার সাথেই তার বিয়ে দেয়া হবে। এ কথাতে পিংকি রাজি হয়ে তার বাবার বাড়িতে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রচার মাধ্যমে মেয়র আবুল কালাম আজাদকে জড়িয়ে গুলি, অপহরণ করে পিংকিকে তুলে নিয়ে আসা হয়েছে মর্মে বিভিন্ন প্রচার মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ