বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও চোরাকারবারীর মধ্যে অন্তত ২৫ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর খড়ের মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে বিজিবি জানিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রোববার পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ টিম চোরাকারবারীদের ধরতে ঘটনাস্থলে অভিযান চালায়। গ্রেফতার আতংকে গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বিজিবির জামালপুর ক্যাম্পের একটি টহল দল সেখানে টহল দিচ্ছিলেন। চোরাকারবারীরা মালামাল পাচার করার সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলিবর্ষণ করে। জবাবে বিজিবি সদস্যরাও চোরাকারবারীদের লক্ষ্য করে ১৯ রাউন্ড গুলি নিক্ষেপ করেন। বিজিবির গুলির সামনে টিকতে না পেরে চোরাকারবারীরা পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।