Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই থানা পেলো নতুন ডাবল কেবিন পিক আপ গাড়ি

জনগনের জানমাল নিরাপত্তা ও অপরাধ দমনে

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ৬:৪৪ পিএম

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে দেয়া হয়েছে ডাবল কেবিন পিকআপ। বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশ সুপার সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)মীর মোদদাছছের হোসেন কাপ্তাই থানাকে একটি পিকআপ প্রদান করে। থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তা এবং অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধিসহ নানা সুবিধার্থে নতুন ডাবল কেবিন পিকআপটি হস্তান্তর করা হয়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন চাবিও গাড়িটি গ্রহণ করেন।

এসময় রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লখ্য, কাপ্তাই থানা পুলিশ দীর্ঘদিন ধরে পুরানো ও জরাজীর্ণ গাড়ি নিয়ে থানার কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এতেকরে গাড়ির বিভিন্ন সমস্যার কারণে কার্যক্রম ব্যাঘাত সৃষ্টি হতো। গাড়িটি পাওয়ার পর আর সে সমস্যদূর হল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ