বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জিয়ারত করেছেন সিলেটে হযরত শাহজালাল এর মাজার। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ২ দিনের সফরে সিলেটে পৌঁছেন প্রতিমন্ত্রী। পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি দেশের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর সাথে সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার যারীন তাসনিম তাসিন। এর আগে সকাল ৮টা ৫০মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সেখানে অভ্যর্থনা জানানো হয় তাকে। এ সময় সিলেটের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিরা পৃথকভাবে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।