পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : বাংলাদেশে যাত্রা শুরু করল উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপ্রেনার অর্গানাইজেশন (ইও)। শনিবার রাজধানীর একটি হোটেল ইও গেøাবাল চেয়ারম্যান গিলবার্তো ক্রমো বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে গিলবার্তো ক্রমো বলেন, উদ্যোক্তারাই অর্থনীতির নতুন হিরো। অন্যের কর্মসংস্থান তৈরি করাই তাদের কর্ম। তিনি বলেন, আমরা মনে করি উদ্যোক্তাদের সাহায্যের প্রয়োজন আছে। অনুষ্ঠানে জানানো হয়, তিন দশক আগে চালু হওয়া ইও বর্তমানে পৃথিবীর ৪৯টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। এ সংগঠনের সদস্য সংখ্যা ১১ হাজারের বেশি। এ সময় ইও বাংলাদেশ ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হোসেন খালেদ, ইও ইন্ডিয়ার মেম্বার বিবেক গুপ্তা, পাঞ্জাব চ্যাপ্টারের চেয়ারম্যান বিবেক ভার্মা উপস্থিত ছিলেন। হোসেন খালেদ বলেন, ইও পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন। এটা একজন উদ্যোক্তাকে অন্য আরেক উদ্যোক্তাদের সঙ্গে সংযুক্ত করে দেয়। এর মাধ্যমে অভিজ্ঞতা ভাগ করার সুযোগ পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।