Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর বৃক্ষ মেলায় ৩২ বছর বয়সী বট বনসাই গাছের মূল্য প্রায় দুই লক্ষ টাকা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ৩:৩২ পিএম

ফরিদপুর চলছে বৃক্ষ মেলা ২০২২। এই মেলার সব চেয়ে বড় আকর্ষন বট বনসাই। গাছটির বয়স ৩২ বছর। মুল্য ধরা হয় এক লাখ ৮০ হাজার টাকা। বৃহস্পতিবার, মেলা পরিদর্শনে এই তথ্য নিশ্চিত করেন, গাছের মালিক রোমিও সিং অভি।

ফরিদপুর বৃক্ষ মেলায় অংশ নিচ্ছে ৩০ টি স্টল। এর মধ্যে প্রত্যেকটা স্টলে বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের গাছ বিক্রি হলেও ব্যতিক্রম শুধু একটি স্টলে।

বট বনসাই এর মালিকের স্টলের নাম ‌ গ্রিনল্যান্ড নার্সারি। এর মালিক রোমিও সিংহ অভি।
এই স্টলের বনসাই বট গাছের মূল্য ধরা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকায়।


এ ব্যাপারে স্টলের মালিক রোমিও সিংহ অভি গনমমাধ্যম কে জানান এই গাছ তৈরি করতে অনেক দিন সময় লাগে।

যথেষ্ট পরিচর্যা করতে হয়ছে। তিনি বলেন এটা একটা শিল্প। এই গাছটির বয়স ৩২ বছর। উচ্চতায় মাত্র দুই ফুট। সারা বিশ্বে এ ধরনের গাছের প্রচন্ড চাহিদা রয়েছে। আমাদের দেশেও তা দিন দিন বাড়ছে বলেও তিনি জানান।

বাইরে থেকে আমাদের দেশে বিভিন্ন ধরনের বনসাই আমদানি করতে হচ্ছে সে কারণে প্রত্যেকটি গাছের দাম বাড়তি পরে যাচ্ছে।


সরকার যদি আমাদের অনুদানের ব্যবস্থা করেন তাহলে আমরাই বিভিন্ন ধরনের বনসাই তৈরি করে বিশ্বের অপরাপর দেশে বিক্রি করতে পারবো।
তাতে দেশের রাজস্ব আদায় হবে এবং বিদেশীরা আমাদের দেশের বনসাই ক্যাকটাসহ বিভিন্ন প্রজাতির গাছ সম্বন্ধে জানতে পারবে।


এদিকে মেলার মূল কেন্দ্রবিন্দু এই গাছটিকে কেন্দ্র করে। আসছে শত শত।দর্শক।
মেলায় আগত বেশিরভাগ দর্শক এই গাছ টিকে এক নজর দেখার জন্য তার স্টলে ভিড় জমাচ্ছেন।

ছবিঃ ফরিদপুর বৃক্ষ মেলায় ৩২ বছরের বনসাই মুল্য এক লাখ ৮০ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ