Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীতে যেন বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা না হয়, সে জন্যই এখন লোডশেডিং : শিক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১১:০৪ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। আগামীতে যেন বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা না হয়, সে জন্যই এখন লোডশেডিং। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে ও দাম বৃদ্ধি পেয়েছে। ফলে সারা বিশ্বেই সমস্যা হচ্ছে। তবে এটা নিয়ে কোনো গুজব ছড়ানো যাবে না এবং কেউ গুজব ছড়ালে সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সামাজিক সংগঠন অগ্রসর এই অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, পদ্মা-মেঘনা ও যমুনার চরাঞ্চলে যেখানে সৌরবিদ্যুত ঠিক মতো ব্যবহার করা যায় না, আমরা সেখানেও নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ পোঁছে দিয়েছি। তাই লোডশেডিংসহ যেকোনো বিষয় নিয়ে কোনো গুজবে কান দেওয়া যাবে না। একটি মহল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে কেউ অন্য ধর্মের মানুষের ওপর হামলা করবে, সাম্প্রদায়িক উস্কানি দেবে, এটা মেনে নেওয়া হবে না। একজন হিন্দু বা অন্য ‍ধর্মের মানুষের ওপর কেউ হামলা চালাবে এটা দেখে আমি একজন মুসলিম হিসেবে চুপ থাকব না, এটার প্রতিবাদ করব এবং করতে হবে।

শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমি মাত্র ৩ ঘণ্টার মধ্যে ঢাকা থেকে রায়গঞ্জে চলে আসলাম। এইযে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এটা কিন্তু শেখ হাসিনার অবদান। মা-বোনেরা এবং গ্রামের মুরুব্বিরা হাতের কাছেই কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা পাচ্ছেন এটাও শেখ হাসিনার অবদান। শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই আবার মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে নতুন রূপ পেয়েছে। শেখ হাসিনা এক কথার মানুষ, তিনি যেটা বলেন সেটা করে দেখান। পদ্মা সেতু তার জ্বলন্ত উদাহরণ। পদ্মা সেতু আমাদের শুধু অর্জন নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই উল্লেখ করে দীপু মনি বলেন, যারা বলেছিলেন পদ্মা সেতু হবে না, তারা আজ কোনো কথা বলেন না। শেখ হাসিনা তাদেরকে দেখিয়ে দিয়েছেন পদ্মা সেতু কীভাবে করতে হয়।

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. মশিউর রহমান, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সামাজিক সংগঠন অগ্রসরের সভাপতি ড. মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, বিভিন্ন থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ