Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কালোবাজারির উদ্দেশে রেলের ২০০ টিকিট লুকিয়ে রেখেছিলেন বুকিং সহকারী জিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১০:৪৫ পিএম

কুমিল্লায় বেশি দামে বিক্রির উদ্দেশ্য লুকিয়ে রাখা ২০০ টিকিটসহ জিয়াউর রহমান নামে রেলের টিকিট বুকিংয়ের এক সহকারীকে আটক করা হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে জেলার লাকসাম রেলওয়ে জংশন থেকে তাকে আটক করা হয়।

আটক জিয়াউর রহমান লাকসাম রেলওয়ে জংশনের টিকিট বুকিংয়ের সহকারী হিসেবে কর্মরত আছেন। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মহিউদ্দিন মুকুল। তিনি জানান, উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে প্রায় ২০০ টিকিট লুকিয়ে রাখে জিয়াউর রহমান। এসময় খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

তিনি আরও জানান, জিয়াউর রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ২০০ ট্রেনের টিকিট পাওয়া যায়। লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন বলেন, এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



 

Show all comments
  • parvez ২১ জুলাই, ২০২২, ৮:৪৩ এএম says : 0
    shodhu borkhasto noy / take 200 tkt-er dam dite baddo kora hok.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ