পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : হিমাগারের জন্য নেয়া প্রকল্প ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর এবং চলতি মূলধন ঋণের ক্ষেত্রে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দিয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়, হিমাগার প্রকল্পগুলোর অনিয়মিত ঋণ বøকড অ্যাকাউন্টে স্থানান্তর, মরেটরিয়াম সুবিধা প্রদান ও নমনীয় পরিশোধসূচি নিরূপণ করা যাবে। বøকড অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের জন্য দুই বছরের মরেটরিয়াম সুবিধা পাওয়া যাবে। বøকড অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের ওপর ১০ শতাংশ অথবা কস্ট অব ফান্ড-এ দুয়ের মধ্যে যেটি কম সে হারে সুদ আদায়যোগ্য হবে। এ ছাড়া হিমাগার প্রকল্পগুলোর অনিয়মিত ঋণ বøকড অ্যাকাউন্টে স্থানান্তর করার সুযোগ পাবেন কৃষকরা।
এ সুবিধা পেতে ঋণগ্রহীতাকে আর্থিক ক্ষয়ক্ষতির প্রমাণাদি ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ আগামী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। ওই সময়ের পর এ ধরনের আবেদন বিবেচনা করা হবে না।
নির্দেশে উল্লেখ করা হয়, হিমাগার প্রকল্পগুলো আর্থিক সংকটে পড়েছে। এ বিবেচনায় ঋণগ্রহীতাদের আবেদনের ভিত্তিতে তাদের পাঁচ ধরনের সুবিধা দিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।