Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রাস্তা নিয়ে বিরোধের জেরে ঘরজামাই খুন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গতকাল রোববার রাতে খোরশেদ আলম (৪০) নামে এক ঘরজাই পূর্ব শত্রæতার জের ধরে খুন হয়েছেন। সে উপজেলার চাপাকুড়ী গ্রামের আজাহার আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর পূর্বে খোরশেদ মাড়িয়া ইউনিয়নে মাড়িয়া গ্রামে বিয়ে করে ঘরজামাই যায়। কিছুদিন হতে খোরশেদ আলম ও তার প্রতিবেশী মসলেম আলীর পুত্র আ: খালেকের মধ্যে বাড়ি হতে বের হবার রাস্তা নিয়ে বিরোধ চলছিল। গতকাল খোরশেদ আলমের বাড়ির রাস্তা বিকেলে বন্ধ করে দেয় প্রতিবেশী আ: খালেক। এ নিয়ে উভয়ের মধ্যে বাগি¦তÐা বাধে। এক পর্যায়ে আ: খালেক ও তার স্ত্রী রুপালী বেগম মারমুখী হয়ে খোরশেদকে তাড়া করে। খুরশেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে কিছুদূরে তাকে খালেক ধাওয়া করে। এ সময় হোচট খেয়ে খোরশেদ পড়ে গেলে তাকে উপর্যুপরি পরিমাণ ছুরিকাঘাতে খুন করা হয়। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, রাস্তা বিরোধের জের প্রতিবেশী আ: খালেক নৃশংসভাবে কুপিয়ে খোরশেদকে খুন করা হয়েছে। ঘটনার পরপরই আমিসহ আমার সংগীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তবে হত্যাকারী আ: খালেক ও তার স্ত্রী পালিয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ