Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বৃদ্ধ মায়ের উপর সন্তানের নির্যাতনের অভিযোগ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কারণ্যপুর গ্রামের মৃত. আব্দুল বারী মিয়ার স্ত্রী, বয়োবৃদ্ধা রাশিদা বেগম (৮০) তার নিজ মেঝ সন্তান অহিদুজ্জামান মিয়া নান্নু কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছেন দাবি করে ন্যায় বিচারের দাবিতে পুলিশের দারস্ত হয়েছেন। ওই মা ইতিপূর্বে মধুখালী থানায় গত ২১ জুলাই (জিডি নং ৮১০) এবং ০৭ নভেম্বর (জিডি নং ২৭১) দু’টি সাধারণ ডায়রী করার পর সর্বশেষ গত ২০ নভেম্বর পুলিশ সুপারের বরাবর ন্যায় বিচারের আবেদন জানিয়েছে দরখাস্ত করেছেন। লিখিত অভিযোগে ওই মা উল্লেখ করেছেন, বয়সের ভারে নুইয়ে পড়ে এখন তিনি চলাচল করতে পারেন না। ঘরের মধ্যেই মল ত্যাগসহ অন্যান্য কাজ সম্পন্ন করতে হয়। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক জমিজমা নিয়ে মেঝ ছেলে দীর্ঘদিন ধরে বিবাদ করে আসছে। এ নিয়ে মেঝ ছেলে প্রায়শ তাকে জঘন্য ভাষায় গালাগাল করেন এমনকি মারতে উদ্যত হন। জমিজমা নিয়ে কথা বললে গলা টিপে হত্যা করা হবে বলেও উল্লেখ করা হয় দরখাস্তে। তিনি আরো উল্লেখ করেন, রাতে তার (বৃদ্ধ মায়ের) প্রহরায় নিয়োজিত থাকা দুই গৃহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ