Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারত পাচারের সময় বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ নারী আটক

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

বেনাপোল আন্তর্জাতিক কাস্টম চেকপোস্ট দিয়ে গতকাল বুধবার দুপুরে ভারতে পাচারের সময় ৭২ ভরি স্বর্ণসহ এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বেনাপোল শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশি এক নারী বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করে ভারতে নিয়ে যাচ্ছে এমন ধরণের গোপন সংবাদ পেয়ে, বেনাপোল শুল্ক গোয়েন্দার একটি টিম আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে উম্মে সালমা নামে এক নারীকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৭২ ভরি স্বর্ণ জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য ৫৫ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা জানান। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। আটক স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।
ভারত ফেরত নারীর কাছে পাওয়া গেল ডলার : এদিকে, বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৩০ হাজার আমেরিকানডলারসহ জেরিন সুলতানা নামে এক নারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। যশোর-৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা গত মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে। আটক জেরিন সুলতানা দেনডাবর গ্রামের আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিন এর মেয়ে। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত ফেরত এক নারী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে অধিনায়ক এর নির্দেশে আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি টহল দল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেয়। পরে ওই নারী কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে সন্ধ্যার দিকে টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় ফিটেড অবস্থায় ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ