Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দিনমজুরের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড়ি এলাকায় এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ নিহত মোহাম্মদ এনামের লাশ উদ্ধার করে গতকাল বুধবার চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজিম নগর মহিষের বাম এলাকায় গত মঙ্গলবার রাত ১২টায় এনামের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় আহত এনাম প্রাণ রক্ষার্থে পাশর্^বর্তী বাড়িতে খাটের নিচে লুকিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে তার মাথা ও ঘাড়ে দু’টি গুলি চালিয়ে হত্যা করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া, পটিয়া ও বান্দবান সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রেশস্ত্রে সজ্জিত ১০-১২ জনের সন্ত্রাসী বাহিনী অপহরণ, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মযজ্ঞ চালিয়ে আসছিল। গত ৫ জুলাই দক্ষিণ রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ত্রাস কামাল বাহিনীর প্রধান কামালকে ডাকাতির প্রস্তুতিকালে পদুয়া মহিষের বাম এলাকা থেকে দু’টি অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করে। এসময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে ওসিসহ ৪ জন আহত হয়। সূত্রটি দাবি করছে, সন্ত্রাসী কামালকে পুলিশ গ্রেফতারের বদলা নিতে সন্ত্রাসীরা এনামকে গুলি করে হত্যা করেছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ