Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বছর বিয়ে করবেন শাকিব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আগামী বছর বিয়ে করবেন। একটি গণমাধ্যমে নিজেই এ কথা জানিয়েছেন। শাকিব জানিয়েছেন, বিয়ের জন্য পরিবার থকে মেয়ে দেখা হচ্ছে। সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি। শাকিব এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় ৯ মাস ধরে সেখানে আছেন। ইতোমধ্যে গ্রিনকার্ড পেয়েছেন। সেখানে তার প্রযোজনায় একটি সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছেন। তবে তা আদৌ হবে কিনা, এ নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কারণ, সেখানে তার অবস্থানের মূল কারণ স্থায়ীভাবে বসবাস করা। এদিকে শাকিব ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছিলেন। দীর্ঘ ৯ বছর সে খবর গোপন রাখার পর ২০১৭ সালের ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুকে তালাকের নোটিশ পাঠান। তখন বিষয়টি প্রকাশ হয়। এরপর চিত্রনায়িকা বুবলিকেও বিয়ে করেছেন বলে চলচ্চিত্রাঙ্গণে গুঞ্জণ রয়েছে। যদিও এ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ