বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ি গ্রামের হতভাগ্য পিতা আমজাদ আলী (৬৮) নিজ পুত্র জাফরুল ইসলামের হাতে মারপিটের পর হত্যার শিকার হলেও গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ রোববার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আমজাদ আলীর কন্যা সুফিয়া বেগম (২২) অভিযোগ করেন, তার বাবা তাকে প্রায় ৯ মাস আগে ৯ শতক জমি লিখে দেন। এ নিয়ে প্রায়ই তার ভাই জাফরুল ইসলাম তার বাবা আমজাদ আলীর সাথে ঝগড়া বিবাদ করত। এরই এক পর্যায়ে গত শনিবার সকালে জাফরুল তার বাবা আমজাদ আলীকে বাটাম (কাঠ) দিয়ে বেদম মারপিট করলে সে গুরুতর অসুস্থ হয়। এরপর তাকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। রাতেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় এবং ওই রাতের কোনো এক সময় তাকে গলাটিপে হত্যা করে গলায় দঁড়ি পেঁচিয়ে তীরের সাথে ঝুলিয়ে রাখে। সুফিয়া আরো অভিযোগ করে, তার জেঠা মজিবর রহমানের প্ররোচণায় তার ভাই জাফরুল ইসলাম ও তার স্ত্রী এ হত্যাকাÐ ঘটিয়েছে। আমজাদ আলী ওই গ্রামের মৃত ইছা শেখের পুত্র।রোববার সকালে পরিবারের লোকজন পুলিশে খবর দেয় যে, আমজাদ আলী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।