Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাপ্তাই বালুরচর প্রধান সড়কে গাছ পরে অধাঘন্টা যানচলাচল বন্ধ

কাপ্তাই(রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ৫:২৯ পিএম

রাঙামাটির কাপ্তাই -চট্রগ্রাম প্রধান সড়কের ওপর গাছ পড়ে আধাঘণ্টা যানচলাচল বন্ধ ছিলো। বুধবার (২০জু্লাই) সকাল শাড়ে ১১টায় কাপ্তাইয়ে বৃষ্টিপাত হয়।আর এ বৃষ্ঠিতে কাপ্তাইয়ের বালুচর নামক এলাকায় সড়কের ওপর তিনটি গাছ ধসে পড়ে। এতে করে কাপ্তাই-চট্রগ্রাম সড়কের দু'পাশের সকল যানচলাচল বন্ধ হয়ে যায়। ইতি মধ্যে সড়কের দু'পাশের শত,শত যানচলাচল বন্ধ হওয়ার ফলে যাত্রীদের দূর্ভোগের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় বসবাসর নুরুল ইসলাম ও সবুজ এবং যাত্রীরা মিলে গাছ কেটে সড়ক পরিষ্কার করা হয়। প্রায় আধা ঘন্টা পর পুনরায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আগত যাত্রীরা জানান সড়কের পাশে বসবাসরত লোকেরা বাসা -বাড়ি নির্মাণ করার জন্য গাছের নিচহতে মাটি নেওয়ার ফলে এ দূর্ঘটনা ঘটেছে। এদের বিরুদ্বে বন বিভাগ ও উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সামনে আরো ঘটনা হওয়ার আশংঙ্কা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ