বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর রেল লাইনের উপর মাহফুজুর রহমান মিশন নামের এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে আড়ানী রেল স্টেশনের পশ্চিম দিকে লাইনের উপর থেকে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশ এই লাশটি উদ্ধার করে। মাহফুজুর রহমান মিশন উপজেলার নওটিকা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে। এ বিষয়ে মাহফুজুর রহমান মিশনের মা মুল্লিকা বেওয়া বলেন, আমার ছেলে রোববার বিকেলে বাড়ি থেকে পীরগাছা বাজারে দোকানে যায়। গত সোমবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে আমার সাথে শেষ কথা হয়। সে আমাকে বলে কে বা কারা তার চোখ মুখ বেঁধে রেখেছে। আমাকে বাঁচাও। তারপর ফোন কেটে যায়। গতকাল মঙ্গলবার আড়ানী রেল স্টেশনের পশ্চিম দিকে রেল লাইনের উপর থেকে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশ তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। মাহফুজুর রহমান মিশনের ছোট ভাই রাসেল বলেন, আমার ভাই ঢাকায় আম ও লিচুর ব্যবসা করেন। টাকা লেনদেনের দ্বন্ধের কারণে হত্যা করে রেললাইনের উপর রাখা হতে পারে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি। এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তার কাছে একটি মোবাইল, মানিব্যাগ, কিছু টাকা, তার ব্যক্তিগত প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেছে। এছাড়া তার মোবাইলের কল লিষ্ট ডিলিট করা ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।