Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৫২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ ও আহত হয়েছে আরো ৫২ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাস, সিএনজি ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপভ্যানের চাপায় পিতা-পুত্র ও ময়মনসিংহের ফুলপুুরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় অ্যাম্বুলেন্সের চাপায় এক মুসল্লির নিহত হয়েছে। এছাড়া বগুড়ার শাহজাহানপুরে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ প্রতিবেদন।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের পটিয়া উপজেলায় তেলবাহী লরির চাপায় সাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ভাইয়ারদিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মামুনুর রশীদ শাওন ও কাউসার উদ্দিন ইমন। পুলিশ জানায়, তেলবাহী লরিটি চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিল। দুই তরুণ গ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে বাইপাস রোড পার হয়ে পটিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ভাইয়ার দিঘী এলাকায় মহাসড়কে তাদের তেলবাহী লরি চাপা দেয়। দুজন সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খুলনা ব্যুরো জানায়, বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট কানারপুকুর নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের নারী ও শিশুসহ ৩০ যাত্রী আহত হয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মুহিত মুস্তাকিম পর্যটক পরিবহন কানারপুকুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা সেতু ডিলাক্স পরিবহনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনায় মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস দুটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরের শিবচরে, ঢাকা-খুলনা হাইওয়ে এক্সপ্রেস সড়কে বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা হাইওয়ের শিবচরের সন্ন্যাসীর চর ইউনিয়নের চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম মাদবর সন্ন্যাসীর চর ইউনিয়নের সন্ন্যাসীর চর গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জ জেলা সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কান্দিগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী ও তার ছেলে মোহাম্মদ আলী।
পুলিশ জানায়, ইউসুফ আলী ও তার শিশু সন্তান মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ শিশু মোহাম্মদ দৌঁড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌঁড়ে যান পিতা। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় শিশু ছেলের মাথা থেঁতলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। দুর্ঘটনার পর দ্রুত পিকআপ ভ্যান পালিয়ে যায়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সুত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় শোভন তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়। রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শাহজাহানপুরে আসলে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শোভন ও তার স্ত্রী গুরুত্বর আহত হয়। শোভনের বাবা ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, তাদের উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর নামক স্থানে বাস, সিএনজি ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, বালুবাহী বেপরোয়া ট্রাক চাপায় রিকশা চালক নিহত হয়। গতকাল মঙ্গলবার সকালে চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডে ট্রাকটি রিকশা পিচনে ধাক্কা দিলে রিকশা চালক হিরা মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে চুনারুঘাট পৌর শহরে ১ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, মহেশপুরে পিকআপভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছে। গতকাল দুপুর ১টার সময় এ ঘটনা ঘটে।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলপুুরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সের চাপায় আব্দুল জব্বার নামে এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে ও ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার হাজী রোডের পান ব্যবসায়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ