বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ, বছরব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দু-ই আসে এই শ্লোগান নিয়ে ফেনীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা। গতকাল দুপুরে শহীদ জহির রায়হান হল মাঠে এ মেলা শুরু হয়। প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, ফেনী আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মাকসদুর রহমান উদ্দিন প্রমুখ। ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেনী জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, সদর উপজেলা করাতকল মালিক সমিতির সভাপতি শাহজাহান, নার্সারি মালিক সমিতির আবু বক্কর ছিদ্দিক।
এ সময় সামাজিক বন বিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, সোনাগাজী রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমদ মৃধা, দাগনভূঞা রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী, পরশুরাম ও ফুলগাজী রেঞ্জ কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমানসহ নার্সারী মালিক সমিতির কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।