Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

কলমা স্কুলে শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত ফি আদায়

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরের কলমা উচ্চবিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরনে শিক্ষা বোর্ডের নির্দেশনা লঙ্ঘন ও শিক্ষার্থীদের জিম্মি করে গলাকাটা ফি (অতিরিক্ত অর্থ) আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানায়, স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে ও শিক্ষার্থীদের জিম্মি করে অভিভাবকদের অতিরিক্ত অর্থ প্রদানে বাধ্য করেছেন। সম্প্রতি এলাকার অভিভাবকগণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে এই অভিযোগ করেছেন। অভিভাবকগণ জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি মানবিক বিভাগের জন্য সর্বোচ্চ এক হাজার ৪৮০ টাকা ও বিজ্ঞান বিভাগের জন্য সর্বোচ্চ এক হাজার ৫৮০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু কলমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা বোর্ডের নির্দেশনা লঙ্ঘন ও শিক্ষার্থীদের জিম্মি করে নিজের ইচ্ছেমতো মানবিক বিভাগের জন্য দুই হাজার টাকা থেকে দুই হাজার ৫০০ টাকা ও বিজ্ঞান বিভাগের জন্য দুই হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার ৮০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন, তবে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ড নির্ধারিত ফি এক হাজার ৫৮০ টাকার রশিদ দেয়া হয়েছে। .



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ