Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেন্সর ছাড়পত্র পেয়েছে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

তানভীর মোকাম্মেল পরিচালিত ‘মধুমতী পারের মানুষটি: শেখ মুজিবুর রহমান’ সিনেমাটি সেন্সর সনদ লাভ করেছে। প্রায় দেড় ঘন্টা দৈর্ঘ্যরে এই প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্য রচনা, ও গবেষণা করেছেন তানভীর মোকাম্মেল। প্রধান সহকারী পরিচালক ও শিল্প নির্দেশনার দায়িত্বে ছিলেন উত্তম গুহ। অন্যান্য সহকারী পরিচালকেরা ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ। ছবিটির ভাষ্য পাঠ করেছেন চিত্রলেখা গুহ। ভাষ্য পাঠে আরো ছিলেন ভাস্বর বন্দোপাধ্যায় ও শিল্পী মহালনবীশ। আবহসঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। সম্পাদনা করেছেন মহাদেব শী ও ওয়াসিউদ্দিন আহমেদ। ছবিটির গবেষণা কাজে সহায়তা করেছেন সন্দীপ মিস্ত্রী ও আবির আহমেদ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ