Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে মাধ্যমিকে বিনামূল্যের ৬৮ হাজার সেট বই বিতরণ শুরু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরে বিনামূল্যের বই বিতরণ শুরু হয়েছে ।
জানা গেছে, গতকাল সুন্দরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় গোডাউন থেকে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের কাছে বই হস্তান্তর করা হচ্ছে। এ বছর প্রতিষ্ঠানগুলোতে মোট ৬৮ হাজার ১৭০ সেট বই বিতরণ করা হবে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ৪৪ হাজার ২০০ সেট ও মাদরাসায় ২৪ হাজার ৭০ সেট। মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির জন্য ১৩ হাজার ৫০০ সেট, সপ্তম শ্রেণির ১২ হাজার ৭০০, অষ্টম শ্রেণির ৯ হাজার ১০০ ও নবম শ্রেণির ৮ হাজার ৯০০ সেট। ইবতেদায়ী ও দাখিল মাদরাসায় বিতরণ করা হবে ২৪ হাজার ৭০ সেট। এর মধ্যে ১ম শ্রেণি ২ হাজার ৮০০ সেট, দ্বিতীয় শ্রেণির ২ হাজার ৪৫০, তৃতীয় শ্রেণির ২ হাজার ৩০০, চতুর্থ শ্রেণির ২ হাজার ১০০, পঞ্চম শ্রেণির ২ হাজার ২০, ষষ্ঠ শ্রেণির ৩ হাজার ৭০০, সপ্তম শ্রেণির ৩ হাজার ৩০০, অষ্টম শ্রেণির ২ হাজার ৯০০ ও নবম শ্রেণির ২ হাজার ৫০০ সেট। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মÐল জানান, এখন প্রতিষ্ঠানে বই বিতরণ করা হচ্ছে। আগামী ১লা জানুয়ারি খালি হাতে এসে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যের নতুন বই নিয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ