বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবানের ৭টি উপজেলার ৭৪টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তিনি আজ মঙ্গলবার (১৯ জুলাই) বান্দরবান জেলা প্রশাসন মিলনায়তনে ‘তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) জমি ও গৃহপ্রদান কার্যক্রমে’র শুভ উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন।
মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ২১ জুলাই গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। ওইদিন বান্দরবানের ৭টি উপজেলার ৭৪টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে বলে জানান বান্দরবান জেলা প্রশাসক।
তিনি আরও বলেন, বান্দরবানে ‘৩১২৫টি পরিবারের মধ্যে ইতিমধ্যে ১ম ধাপে, ২য় ধাপে ও ৩য় ধাপের ১ম পর্যায়ে ২৯০৩টি গৃহ হস্তান্তর করা হয়েছে।’
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সেক্রেটারি মিনারুল হকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।