পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খতিবে বাঙ্গাল উস্তাযুল উলামা মরহুম আল্লামা জালালুদ্দীন আল কাদেরী দ্বিতীয় নামাজে জানাজা গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ আসর অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া-মুনাজাত করেন নারিন্দা মশুরিখোলা দরবারের পীর সাহেব আল্লামা শাহ্ আহসানুজ্জামান। এর পূর্বে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরী তৈয়্যবিয়া কামিল মাদরাসা ময়দানে।
ইমামতি করেন অধ্যক্ষ আল্লামা আব্দুল আলীম রেজভী, জাতীয় মসজিদের দ্বিতীয় নামাজে জানাজার পূর্বে বক্তব্য রাখেন মাননীয় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ইফা গভর্নর অ্যাড: শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। নামাজে জানাজায় সুন্নি অঙ্গনের অসংখ্য প্রখ্যাত পীর-মাশায়েখ, আলেম-ওলামাসহ উপস্থিত ছিলেন ইফা গভর্নর র. আ. ম উবাইদুল মুক্তাদির চৌধুরী এমপি, ইফা গভর্নর ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ মিসবাহুর রহমান চৌধুরী, ইফা গভর্নর আল্লামা শাইখ খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব ড. সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ্ রব্বানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন, ধর্মসচিব আব্দুল জলিল ও ইফা ডিজি।
পীর-মাশায়েখগণের মধ্যে উপস্থিত ছিলেন বদরপুর দরবার শরীফের পীর আল্লামা সাঈয়্যেদ মু’তাসিম বিল্লাহ্ রব্বানী, সাদরা দরবার শরীফের পীর আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী, ঈমামে রব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, মাইজভান্ডার দরবার শরীফের পীর আলহাজ সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী, গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, মাসুমিয়া দরবার শরীফের পীর আল্লামা মুখতার রেজা মাসুমী।
দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব আল্লামা আ ন ম মাসউদ হুসাইন আল কাদেরী, বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় উপস্থাপক আল্লামা ড. খাজা বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা মোশারফ হুসাইন হেলালী, আল্লামা জসিম উদ্দিন আল আজহারী, কাদেরীয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, মুনাজিরে আলাহে সুন্নাত আল্লামা মুফতি সাঈয়্যেদ নাসির বিল্লাহ্ রব্বানী, মাওলানা কাজী মোবারক হুসাইন ফরায়েজী, মাওলানা ওয়ালিউল্লাহ আশেকী, সম্মিলিত ইসলামী গবেষনা পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, মাওলানা মিজানুর রহমান শাহপুরী, অ্যাড: দেলোয়ার হোসেন পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা আলহাজ মোহম্মদ আলী ফারুকী ও সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল হাকিম প্রমুখ। আজ বাদ যোহর চট্টগ্রামের জমিয়াতুল ফাল্লাহ্ জাতীয় মসজিদে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ আসর জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে চতুর্থ নামাজে জানাজা শেষে মাদরাসাসংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
শোক
আল্লামা জালালুদ্দীন আল কাদেরীর ইন্তেকালে গতকাল সকালে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন সভাপক্ষে শোকসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফা’র বোর্ড অব গভর্নরসের সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী, সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ, ইফার সচিব ড. মো: আলফাজ হোসেন।
ধর্মমন্ত্রীর শোক
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান দেশের প্রখ্যাত আলেমেদ্বীন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য, চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আল্লামা জালালুদ্দিন আল-কাদেরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ধর্মমন্ত্রী বলেন, আল্লামা জালালুদ্দিন আল-কাদেরীর ইন্তেকালে দেশ একজন প্রকৃত আলেমে দ্বীন ও ইসলামী শিক্ষাবিদকে হারাল। ধর্মমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও তার রূহের মাগফিরাত কামনা করে আরো যারা বিবৃতি দিয়েছেন তারা হচ্ছেনÑ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: রোশন খান, বাংলাদেশ খতিব কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মনিরুজ্জামান রাব্বানী, মাওলানা বখতিয়ার উদ্দিন আল কাদেরী ও মহাসচিব মাওলানা জহিরুল ইসলাম মিয়া (মোস্তাকীম হুজুর), কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী, আলহাজ মুহাম্মদ আশরাফ আলী, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মুহাম্মদ নূরুল ইসলাম রতন, মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান।
চট্টগ্রাম ব্যুরো জানায়, দেশের সর্বজনশ্রদ্ধেয় বরেণ্য আলেমেদ্বীন ‘খতিবে বাঙাল’ খ্যাত অধ্যক্ষ আল্লামা জালালুদ্দীন আলকাদেরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খ্যাতিমান আলেম বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ও জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আল্লামা জালালুদ্দীন আলকাদেরী (রহ:) গত শনিবার রাত ১০টা ১১ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিস ও হৃদরোগে ভুগছিলেন। শনিবার তিনি ঢাকায় আ’লা হযরত কনফারেন্সে যোগ দেন। সেখানেই অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৭টায় তাকে বারডেমে নিয়ে যাওয়া হয়। খতিব অধ্যক্ষ আল্লামা জালালুদ্দীন আলকাদেরী স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ আত্মীয়-পরিজন ছাড়াও সারাদেশে অগণিত ছাত্র-ভক্ত, গুণগ্রাহী রেখে যান। তার ইন্তেকালের খবরে বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রাম, ঢাকাসহ দেশের সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।
প্রখ্যাত শিক্ষাবিদ অনবদ্য ওয়াজেয়ীন, সুন্নিয়াতের দার্শনিক অধ্যক্ষ আল্লামা জালালুদ্দীন আলকাদেরী ছিলেন সাবেক মন্ত্রী, দৈনিক ইনকিলাব ও মহাখালী মসজিদে গাউছুল আজমের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি প্রখ্যাত আলেমেদ্বীন মরহুম মাওলানা এম এ মান্নান (রহ:)-এর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী।
অধ্যক্ষ মুহাম্মদ জালালুদ্দিন আলকাদেরী পটিয়া উপজেলার ছনহারা গ্রামে জন্মগ্রহণ করেন। ৪৩ বছর ধরে শিক্ষকতায় ১০ বছর মুহাদ্দিস এবং ৩৩ বছর ধরে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, সভা-সেমিনারে অংশগ্রহণ করে দ্বীন, সুন্নিয়াতের প্রচার-প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন।
এদিকে তার প্রথম নামাজে জানাজা গতকাল (রোববার) সকালে ঢাকাস্থ কাদেরিয়া তৈয়বিয়া মাদরাসা ময়দানে, দ্বিতীয় জানাজা বাদ আসর ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। আজ (সোমবার) চট্টগ্রামে তৃতীয় নামাজে জানাজা বাদ জোহর জমিয়াতুল ফালাহ ময়দানে এবং শেষ জানাজা বাদ আসর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। জামেয়া সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে অধ্যক্ষ, খতিব আল্লামা জালালুদ্দীন আলকাদেরীর ইন্তেকালে বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন সংগঠন, আলেম-ওলামাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। আল্লামা জালালুদ্দিন আলকাদেরীর ইন্তেকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহম্মদ মোমতাজী, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও এম মনজুর আলম, জমিয়াতুল ফালাহ মুসল্লি পরিষদের সভাপতি সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ আনোয়ার হোসেন ও কেবিনেট সদস্যবৃন্দ, আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের উপদেষ্টা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার চেয়ারম্যান অধ্যাপক দিদারুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা সোলাইমান আনসারী, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে কামেল আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী, মহাসচিব খন্দকার গোলাম মওলা নকশবন্দী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব মাওলানা এম এ মতিন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। তার ইন্তেকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র বোর্ড অব ট্রাস্টিজ, জনসেবা ফাউন্ডেশন, সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক, চিকিৎসক, ছ্ত্রা-ছাত্রীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
আনজুমান ট্রাস্ট
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, ভাইস প্রেসিডেন্ট আবু মোহাম্মদ তবিবুল আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
নেছারিয়া কামিল মাদরাসা
চট্টগ্রাম পাহাড়তলী নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বহুমাত্রিক প্রতিভার অধিকারী আল্লামা জালালুদ্দীনের আকস্মিক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ নুরুল বশর মিয়া, সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সদস্য নিয়াজ আহমদ, মুঈনে মুহাদ্দিস আল্লামা শরিফ মোহাম্মদ সোলাইমান আলহাসানী, উপাধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী প্রমুখ।
আল্লামা জালালুদ্দীনের ইন্তেকালে মাইজভা-ার দরবারের সাজ্জাদানশীন ও আন্তর্জাতিক সুফী ঐক্য সংহতির (সুফীজ) চেয়ারম্যান শাহ্ সুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী গভীর শোক প্রকাশ করেছেন।
আনজুমান ট্রাস্ট পরিচালিত মধ্য হালিশহর, বন্দর, মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ মনজুর আলম মনজু, কর্মকর্তাবৃন্দ মোহাম্মদ আলী, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ আবুল মনসুর, মুহাম্মদ সেলিম ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভি পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দ, মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আ’লা হযরত ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা জালালুদ্দীন আল-কাদেরীর ইন্তেকালে ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি, সেক্রেটারি আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, ফাউন্ডেশন কর্মকর্তাবৃন্দ অধ্যক্ষ সৈয়দ মাওলানা খুরশীদ আলম, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মুফতি মাওলানা বখতিয়ার উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ আনোয়ারী, মুহাম্মদ এরশাদ খতিবী, মাওলানা নেজাম উদ্দিন প্রমুখ শোক প্রকাশ করেছেন।
ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসায় এক শোক সমাবেশ ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। মাহফিলে মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আল্লামা জালালুদ্দীন আল্-কাদেরীর ইন্তেকালে মুসলিম মিল্লাত একজন সত্যিকারের আলেমেদ্বীনকে হারাল। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আল্-কাদেরী প্রমুখ।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী, মহাসচিব আল্লামা ছৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন, আহলে সুন্নাত ওয়াল জামআত সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাড: মোছাহেব উদ্দিন বখতেয়ার প্রমুখ শোক প্রকাশ করেছেন।
আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী, মহাসচিব মাস্টার আবুল হোসাইন, চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল হক, সম্পাদক মুহাম্মদ রোবায়েত প্রমুখ শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি নঈম উল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা ফজলুল করিম তালুকদার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক নবী হোসেন, শফিউল আলম শফি, সাংগঠনিক সম্পাদক দস্তগীর আলম চৌধুরী শোক প্রকাশ করেছেন।
আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আল্লামা এম এ মতিন, সদস্য সচিব অ্যাড: মোছাহেব উদ্দিন বখতেয়ার, চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক অধ্যক্ষ আল্লামা হারুন উর রশিদ, সদস্য সচিব মাওলানা কাজী মুহাম্মদ সোলায়মান চৌধুরী প্রমুখ শোক প্রকাশ করেন।
কুমিল্লায় শোক
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার
আল্লামা মাওলানা মো: জালাল উদ্দিন আল-ক্বাদেরীর মৃত্যুতে গতকাল কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মো: মনির হোসেন, শায়খুল হাদিস মাওলানা মো: কাজী আবদুর রাজ্জাক, মাওলানা মো: গোলাম মোস্তফা শাহ, মাওলানা মো: ইমাম উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, মাওলানা মো: সায়ীদুর রহমান, মাওলানা মো: রফিকুল ইসলাম, মাওলানা মো: আমিনুল ইসলাম আকবরী।
জেলা জমিয়তের শোক:
এ ছাড়াও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আলী হোছাইন, কুমিল্লা জেলার সভাপতি মৌকারা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন ওয়ালী উল্লাহী, সাধারণ সম্পাদক ও কুমিল্লা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, সহসভাপতি আলহাজ্ব মাওলানা শাহ মহিউদ্দিনসহ জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সকল নেতৃবৃন্দ এবং জেলার ওলামা মাশায়াখেগণ শোক প্রকাশ করেন।
বোয়ালখালীতে শোক
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বোয়ালখালী শাহ মাবুদিয়া দরবার শরীফের সাজ্জাদানশিন ও আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে ত্বরিকত আলহাজ্ব অধ্যক্ষ মুফতি আল্লামা মো. আবদুর রহীম আলকাদেরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহজাদা আল্লামা অধ্যাপক আবদুল করিম আলকাদেরী, কর্মকর্তা আলহাজ্ব মাওলানা মাহবুবুল আলম কাদেরী, নিকাহ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী এম এস এমরান কাদেরী প্রমুখ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মহেশখালীতে শোক
মহেশখালী উপজেলা সংবাদদাতা:
আল্লামা আলহাজ্ব মাওলানা জালাল উদ্দিন আল-কাদেরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ মহেশখালী উপজেলা সভাপতি আলহাজ্ব শামশুল আলম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা শফিউল আলম খান, মাওলানা মুহাম্মদ ছিদ্দিক আজাদ, মাওলানা জালাল উদ্দিন ইসলামাবাদী প্রমুখ।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভিসি’র শোক
দেশবরেণ্য আলেম, খতিব, অধ্যক্ষ আল্লামা জালালুদ্দীন আল কাদেরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা জালালুদ্দীন আল কাদেরীর ইন্তেকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন গুণী আলেম ও একজন দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদকে হারালো। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।