Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানিয়ার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা জানালেন এস আই টুটুল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১০:২১ এএম

ঘর ভেঙেছে তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদের। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্যের ইতি টেনে বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা। চলতি মাসেই (৪ জুলাই) দ্বিতীয় বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল। নববধূকে নিয়ে একটি ছবি পোস্ট করে সেটা জানিয়েছেন। তার নতুন স্ত্রী আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়া। দ্বিতীয় বিয়ের পর নিজের প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদকে নিয়ে টুটুল জানিয়েছেন বিস্ফোরক তথ্য।

টুটুল জানিয়েছেন, ‘আমি ও তানিয়া আলাদা ছিলাম ৫ বছর। পাঁচ বছর আলাদা থাকার পর গত বছর আমাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। তবে অফিসিয়ালভাবে বিষয়টি বলা হয়নি। কিন্তু আমাদে কাছের সবাই বিষয়টি জানতেন।’

অর্থাৎ দীর্ঘ ৬ বছর আলাদা থাকলেও এই জুটির মধ্যে সম্পর্কের টানা-পোড়েন ছিল তা ভক্তরা বুঝতেই পারেননি। এত দিন ভক্তকুলে এ যুগল ‘হ্যাপি কাপল’ হিসেবে পরিচিত ছিলেন

এদিকে দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে টুটুল বলেন, ‘তানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর থেকে নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজে আমার যাতায়াত। সেখানে রিয়েলিটি শো থেকেই সোনিয়ার সঙ্গে আমার পরিচয়।’

জানা গেছে, গত ৪ জুলাই টুটুল দ্বিতীয় বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম শারমিনা সিরাজ সোনিয়া। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক।

উল্লেখ্য, অভিনেত্রী তানিয়া আহমেদ ও এস আই টুটুলের ছিলো ২৩ বছরের সংসার। ১৯৯৯ সালে তানিয়া আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এস আই টুটুল। কিন্তু সোমবার (১৮ জুলাই) টুটুলের দ্বিতীয় বিয়ের খবরে প্রকাশে এলো সব। অনয়, শ্রেয়াস ও আরশ নামে তিন ছেলে আছে টুটুল ও তানিয়া দম্পত্তির ঘরে। তবে এক সাক্ষাৎকারে তানিয়া জানিয়েছিলেন তাদের ঘরে দত্তক নেওয়া দুই কন্যাসন্তানও রয়েছে। নাম আয়াত ও সামিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ