প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শোবিজে সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ ও সঙ্গীত শিল্পী এস আই টুটুল। কিন্তু সেই সুখী দম্পতি আর একসঙ্গে নেই। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়েতে শুভ কামনা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।
সোমবার (১৮ জুলাই) টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এলে তানিয়া জানান, ‘তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমি ও আমার সন্তানরাও ভালো থাকবে।’
টুটুল ও তানিয়া দম্পতির ঘরে রয়েছে অনয় শ্রেয়াস ও আরশ নামে তিন ছেলে ও আয়াত ও সামিয়া নামে দুই কন্যা। বাবার বিয়ের বিষয়টি তারা কেউ জানে না বলেই মন্তব্য তানিয়ার।
তানিয়ার ভাষ্যে, ‘বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলে-মেয়েদের ভালো জিনিসটাই শেখানোর চেষ্টা করেছি। কখনো তাদের সামনে ঝগড়াঝাঁটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি।’
নিজেদের বিচ্ছেদ কারণ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘সে গানের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো আমাদের দূরত্ব হয়েছে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই। ’
এস আই টুটুল টুটুল ও তানিয়া আহমেদ বিয়ে করেছিলেন ১৯৯৯ সালে। তারা গত ৫ বছর ধরেই আলাদা থাকছিলেন। তবে ১ বছর আগে তানিয়া ও এসআই টুটুলের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়। এই তারকা দম্পতির ২৩ বছরের সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। তাদের ভক্তরাও যেন চমকে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।