Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশের স্প্রীডগান ব্যবহার

পদ্মা সেতু উত্তর থানা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ৮:৫১ পিএম

ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশ গাড়ির গতি নিয়ন্ত্রণ (স্প্রীডগান) ব্যবহার করছে। হাসাড়া হাইওয়ে পুলিশ এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে এটা ব্যবহার করছে এবং যেসব গাড়ির চালক মহাসড়কের গতি সম্পর্কে অবগত নয় সেসব গাড়ির চালকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করছেন। কেউ গতি নিয়ন্ত্রণের বাহিরে গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে হাইওয়ে পুলিশ।

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে থাকা হাসাড়া হাইওয়ে থানার এসআই উৎপল বলেন, মহাসড়কে আমরা যে স্প্রীডগান ব্যবহার করছি সেটা গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য। এখানে আমরা দেখছি কোন কোন গাড়ির গতি কত। যেসব গাড়ির ওভার স্প্রীড দেখাচ্ছে এখানে স্প্রীড লিমিট হচ্ছে ৮০ কিঃ মিঃ পার আওয়ার। এই গতির বেশী হলে তাদেরকে আইনের আওতায় আনছি এবং অনেক মানুষ আছে যারা দুরে থেকে আসছে তাদেরকে আমরা স্প্রীডগান ও মহাসড়কের গতি সম্পর্কে সচেতন করছি এবং পরামর্শ দিচ্ছি যাতে দুর্ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে যেটুকু করা যায় সেটা দিয়ে জনসচেতনতা বৃদ্ধি করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ