Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই বাসে সংঘর্ষে শিশুসহ আহত ১০

সেতু উত্তর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই যাত্রী বাসের সংঘর্ষে দুই শিশুসহ ১০জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসাড়া হাইওয়ে পুলিশ বাস দুইটিকে আটক করেছে।

ডিএম পরিবহনের আহতরা যাত্রীরা হলেন, শিমুল(৬), পিতা-সোহেল, তামিম(১০), পিতা-ইব্রাহিম, সুরমা(২২), স্বামী-সোহেল, সুমি(২৩), স্বামী-আবুল, প্রত্যেকেই শরিয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর গ্রামের বাসিন্দা। ফেম পরিবহনের আহতরা যাত্রীরা হলেন, ফাহিম(১৭), মারিয়া(১৩), ইমরান(৫),সর্বপিতা-ফরিদ, ফরিদ(৪৫), জেসমিন(৩০), স্বামী ফরিদ, গোসাইরহাট উপজেলার মাইরা গ্রামের বাসিন্দা এবং আহত পথচারী আমেনা(৭০), স্বামী-সিরাজ, সুজাতা(১৭), পিতা-সিরাজ কেরানীগঞ্জ মডেলার থানার গোলামবাজার এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিয়তপুর থেকে ঢাকা গামী ফেম পরিবহনের যাত্রীবাহী বাস নং-ঢাকা মেট্রো-১৫-৭৬৪১ এর চালক দ্রুত গতিতে বাস চালিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ষোলঘর বাসস্ট্যান্ডে পৌছে ঢাকা গামী গাংচিল পরিবহনের যাত্রীবাহী ঢাকা মেট্রো ব-১১-৮৮৭০কে পিছন থেকে স্বজোড়ে ধাক্কা দিলে পিছনের অংশ এবং ঘাতক বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে উভয়ে বাসে থাকা যাত্রীসহ পথচারী আহত হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজনসহ ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে হাইওয়ে পুলিশ এসে ঘাতক বাসসহ ক্ষতিগ্রস্থ দুই বাস হেফাজতে নিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক বাসসহ ক্ষতিগ্রস্থ দুই বাস হেফাজতে নেই। যানচলাচল স্বাভাবিক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ